১ আগস্ট ২০১৯
আজ অনুষ্ঠিত হয় ডা.ফজলে রাব্বি বিজ্ঞান ক্লাব এর “Introduction to Project Making and Science Fair” ওয়ার্কশপ টি। উক্ত ওয়ার্কশপে ছাত্রদের সাথে বিজ্ঞান প্রজেক্টের গুরত্ব,কিভাবে সমস্যা সমাধানে বিজ্ঞান প্রজেক্ট কাজে লাগানো যায়, ক্রিটিকাল থিংকিং, আরডুইনো, সেন্সরস এবং বিজ্ঞানের বেশ কিছু বেসিক যন্ত্রের পরিচিতি ও ডেমো প্রজেক্ট দেখানো হয়।







এছাড়াও বিভিন্ন বিজ্ঞান মেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে মেলা সম্পর্কেও আলোচনা করা হয়। ওয়ার্কশপ টি পরিচালনায় ছিল Tauhid Shahriar, Mahin Rahman Dibbo, Shomik Shahriar এবং Saif Abdullah । এছাড়াও সহযোগীতায় ছিল Arman Hossain, Shahriar Supto, Rakibul Basar আরো অনেকে। ছাত্রদের স্বতফূর্ত অংশগ্রহনে সফলভাবে ওয়ার্কশপ টি সম্পন্ন হয়।
Hasibul Hasan স্যার কে অসংখ্য ধন্যবাদ সার্বিক তত্তাবধান,সহায়তা ও আমাদের ওয়ার্কশপ টি করার সুযোগ দিয়ে।