১ আগস্ট ২০১৯ আজ অনুষ্ঠিত হয় ডা.ফজলে রাব্বি বিজ্ঞান ক্লাব এর “Introduction to Project Making and Science Fair” ওয়ার্কশপ টি। উক্ত ওয়ার্কশপে ছাত্রদের সাথে বিজ্ঞান প্রজেক্টের গুরত্ব,কিভাবে সমস্যা সমাধানে বিজ্ঞান প্রজেক্ট কাজে লাগানো যায়, ক্রিটিকাল থিংকিং, আরডুইনো, সেন্সরস এবং বিজ্ঞানের বেশ কিছু বেসিক যন্ত্রের পরিচিতি ও ডেমো প্রজেক্ট দেখানো হয়।